খুলনা সিটি করপোরেশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বিরুদ্ধে ৫০-৬০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছে সম্মিলিত নাগরিক সমাজ, খুলনা। সিটির মেয়রসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ওই সংগঠন।
আজ বুধবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের আহ্বায়ক সাইফুল ইসলাম। তিনি খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতিও।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যতে সাইফুল ইসলাম বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আবার প্রার্থী হবেন, তাই নির্বাচনী খরচ হিসাবে এই প্রক্রিয়াই ৫০-৬০ কোটি টাকা আত্নসাৎ করেছেন ।
সাইফুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইনঞ্জিনিয়ারিং ওয়াকার্স লিমিটেডের কাছে পত্র দিয়ে ২৮টি বিভিন্ন পণ্য ও যন্ত্রপাতির মুল্য জানতে চেয়েছেন। ডকইয়ার্ডের কাছে দেওয়া এই পত্রে ইট, সিমেন্ট বালি, খোয়া ,বিটুমিন, দৈনিক শ্রমিকের মুজুরির দর জানতে চাওয়া হয়েছে।’ সাইফুল বলেন, ‘ডকইয়ার্ড কি এই পণ্য আর শ্রমিক সরবরাহ করে ? দুর্নীতি করার জন্য এগুলো করা হয়েছে।’
লিখিত বক্তব্যতে অনুমোদন না নিয়ে ১৭ লাখ টাকার গাড়ি মেরামত, ভুয়া বিলে ২৯ লাখসহ বিভিন্ন অনিয়ম দুনীর্তির ফিরিস্তি তুলে ধরা হয়। সাইফুল ইসলাম আরো বলেন, ‘ঈদের পর সিটি করপোরেশনের দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেওয়া হবে। প্রধানমন্ত্রী বরাবরে এই দুর্নীতির অভিযোগ স্বারকলিপি আকারে প্রদান করা হবে ।
এ ব্যাপারে খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনির সঙ্গে মুঠো ফোনে যোগযোগ করা হয়। অভিযোগের ব্যাপারে তাঁর মন্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।’