কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা

কুড়িগ্রামে বন্যাদুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন হেলপ দ্য পিপল ফাউন্ডেশনের কর্মীরা। ছবি : এনটিভি
কুড়িগ্রামে বন্যাদুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষধ ও ত্রাণ বিতরণ করেছে হেলপ দ্য পিপল ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান।
আজ বুধবার সকালে ভুরুঙ্গামারী উপজেলায় চর ভুরুঙ্গামারী ও দুপুরে কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজ এলাকায় প্রায় সহস্রাধিক মানুষকে চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধসহ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হেলপ দ্যা পিপল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আরিফুর রহমান এবং ফাউন্ডেশনের আরেকজন পরিচালক নাজমুল হাসান।
এর আগে তিনদিন ধরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন চরাঞ্চল ঘুরে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা দিয়েছে প্রতিষ্ঠানটি।