বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে বগুড়ার নন্দিগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল বারির বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল করিম বলেন, গতকাল বুধবার রাতে নন্দিগ্রাম উপজেলার দুর্জয়পুর গ্রামের এক নারী থানায় এসে চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। পরে তিনি বাদী হয়ে মামলা করেন।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশের সহায়তায় ওই নারীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান ওসি।
মামলায় উল্লেখ করা হয়েছে, ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান ওই নারীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর বগুড়া পর্যটন মোটেলে তিনি ধর্ষণের শিকার হন।
ইউপি চেয়ারম্যান এখন বিয়ে করতে অস্বীকার করছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন। এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন ওই নারী।