বরিশালে বিএনপির ২১ নেতা-কর্মী জেলে

নাশকতার চারটি মামলায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদারসহ অঙ্গ সংগঠনের ২১ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
নেতা-কর্মীরা আজ বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম তাঁদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো নেতাদের মধ্যে রয়েছেন, বাবুগঞ্জ থানা যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন মোল্লা, সহসভাপতি জেহাদ সিকদার, সাংগঠনিক সম্পাদক শওকত খান, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান শিমুল, মোস্তাফিজুর রহমান টুলু ও জুবায়ের।
আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন খায়ের মামলার নথির বরাত দিয়ে জানান, গত জানুয়ারি মাসে ২০ দলীয় জোটের ডাকা সরকারবিরোধী আন্দোলন চলার সময় পুলিশের করা গাড়ি ভাঙচুর, রাস্তা কেটে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানো, সহকারী পুলিশ সুপারের গাড়িতে হামলাসহ নাশকতার পৃথক চারটি মামলায় তাঁদের আসামি করা হয়। মামলাগুলো হচ্ছে বিমানবন্দর থানার জিআর ৪/১৫, ৫/১৫, ৭/১৫ ও ৩১/১৫। ওই সব মামলায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিসহ অঙ্গ সংগঠনের ২১ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। তবে জামিন না মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান আদালত।