হাকিমপুরে ভোটার তালিকা হালনাগাদ ২৫ জুলাই থেকে

আগামী ২৫ জুলাই থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হবে।
আজ বুধবার উপজেলা সমন্বয় কমিটির প্রথম সভায় হালনাগাদের কার্যক্রম সুষ্ঠু, সুন্দর, নির্ভুলভাবে করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ইছাহাক আলী সরকার জানান, আগামী ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর হয়েছে তাঁরাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এ ছাড়া ২০০০ সালের ১ জানুয়ারি পর্যন্ত সময়ে জন্ম নেওয়া কিশোর-কিশোরীদের তথ্য সংগ্রহ করা হবে। সেই সঙ্গে কোনো ভোটার মারা গেলে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়াসহ কোনো ভোটার ঠিকানা পরিবর্তন করতে চাইলে তা করা যাবে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন মণ্ডল, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আকতার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইছাহাক আলী সরকার, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদত হোসেন এবং হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে।