সিরাজগঞ্জে ট্রেনে কাটাপড়ে একজন নিহত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশনে ট্রেনের নিচে কাটাপড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, রাজশাহী থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাচ্ছিল। আজ বুধবার সন্ধ্যার পর ট্রেনটি জামতৈল স্টেশন অতিক্রম করার সময় এক ব্যক্তি ট্রেনের নিচে কাটাপড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে জিআরপি থানার পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে জিআরপি থানায় মামলা করা হয়েছে।