ডিএনডির জলাবদ্ধতা নিরসনে আরো পাম্প বসানোর নির্দেশ
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য অস্থায়ীভাবে আরো পাম্প স্থাপনের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল। তিনি বলেন, ডিএনডিবাসীকে জলাবদ্ধতা দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি দিতে এ মুহূর্তে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী সময়ে শুকনো মৌসুমে ব্যাপক অনুসন্ধান ও পরিকল্পনা করে সমস্যার স্থায়ী সমাধান করা হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের জলাবদ্ধতার সমস্যা সৃষ্টি না হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ডিএনডির জলাবদ্ধতা পরিদর্শনে শেষে স্থানীয় সংসদ সদস্য ও পাউবো প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
আ ফ ম মোস্তফা কামাল আরো বলেন, তবে এই প্রকল্পের সাথে ডিএনডিতে বসবাসকারী বাসিন্দাদের তাঁদের সুযোগ-সুবিধা ও অসুবিধার সাথে সম্পৃক্ত হতে হবে। ডিএনডি বাঁধের অভ্যন্তরে বসবাসকারী বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপতিদের সামাজিক দায়িত্ব বোধ থেকে এ সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান, সংসদ সদস্য শামীম ওসমান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হোসনে আরা বাবলী, ঢাকা বিভাগ পাউবোর ডিভিশন ওয়ান নির্বাহী প্রকৌশলী আশোক উদ দৌল্লাহ, সিদ্ধিরগঞ্জ পাম্প হাউজের নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার প্রমুখ।
পরে পরিকল্পনামন্ত্রী শীতলক্ষ্যা নদীর বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্যদের খেয়াঘাটের টোল ফ্রির যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা কার্যকর করার আশ্বাস দেন।
সামান্য বৃষ্টিতে ডিএনডি বাঁধের অভ্যন্তরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানিতে তলিয়ে যায় এলাকার বাড়িঘর, শিল্পকারখানা ও রাস্তাঘাট। এতে ভোগান্তিতে পড়ে ডিএনডিতে বসবাসকারী ২০ লাখ মানুষ।