ফতুল্লায় গুলিতে যুবক খুন
নারায়ণগঞ্জের ফতুল্লার টাগারপাড় এলাকায় প্রতিপক্ষের গুলিতে শফিকুল ইসলাম বাবু (৩২) নামের এক যুবক মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাবার নাম তোফাজ্জল হোসেন।
urgentPhoto
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ঝুট ও ডিশ ব্যবসায়ী রফিক এবং তার এক সহযোগী মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। এ সময় বাবু তাদের গতিরোধ করে হামলা চালায়। রফিকও পাল্টা হামলা চালায়। একপর্যায়ে রফিক পিস্তল বের করে বাবুর বুকে পরপর কয়েকটি গুলি করে। বাবু মাটিতে লুটিয়ে পড়লে রফিকরা মোটরসাইকেলে পালিয়ে যায়। এলাকাবাসী বাবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
ওসি আরো জানান, রফিক ও বাবু দুজনই ঝুট ও ডিশ ব্যবসায়ী। সম্প্রতি বাবুর ব্যবসা রফিক নিয়ন্ত্রণে নেয় বলেও জানান তিনি।