নীলফামারীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

নীলফামারীতে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। নীলফামারী কলেজ স্টেশন এলাকার অদূরে হাড়োয়া গ্রামে আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী (২৭) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার জোবেদ আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান পাশা জানান, হাড়োয়া গ্রামে আইয়ুব আলী ট্রাক্টর দিয়ে একটি জমি চাষ করেন। চাষের পর সকাল সাড়ে ৮টার দিকে জমি থেকে রাস্তায় ওঠার সময় ট্রাক্টর উল্টে তাঁর ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।