খুলনায় সাংবাদিকদের বিক্ষোভ
নবম ওয়েজবোর্ড ঘোষণা না করায় তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে শনিবার খুলনা প্রেসক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। ছবি : এনটিভি
নবম ওয়েজবোর্ড ঘোষণাসহ তথ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে খুলনায় সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার খুলনা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন মহাসচিব ওমর ফারুক, যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, প্রবীণ সাংবাদিক মনিরুল হুদা, কোষাধ্যক্ষ মধুসূধন মণ্ডল, শাহ আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল আহসান নবম ওয়েজবোর্ড ঘোষণায় ব্যর্থ হওয়ায় তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েজবোর্ড গঠনের কথা বলে দিলেও তথ্যমন্ত্রী গড়িমসি করছেন।