সিরাজগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মুক্তি খাতুন (২২) কোনাবাড়ী গ্রামের শহীদ আলমের স্ত্রী।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে মুক্তির সঙ্গে তাঁর স্বামী ও পরিবারের মধ্যে কলহ চলে আসছিল। এরই জের ধরে আজ শুক্রবার ভোর রাতে স্বামী শহীদ ও পরিবারের লোকজন মিলে মুক্তিকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁরাই মুক্তিকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে মুক্তির অবস্থা গুরুতর হলে তাঁকে হাসপাতালে ফেলে সবাই পালিয়ে যান। পরে হাসপাতালে গৃহবধূর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
ওসি জানান, পলাতকদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে।