দেশে এখন পঁচাত্তরপূর্ব অবস্থা : বিএনপি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/24/photo-1437743654.jpg)
সড়ক দুর্ঘটনারোধে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তাঁর কথা রাখতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। তিনি অভিযোগ করেন, জনগণের নিরাপত্তা বা রাস্তার বেহালের দিকে সরকারের মনোযোগ নেই, সরকার ব্যস্ত রয়েছে শুধু বিরোধী মত দমনে।
urgentPhoto
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র এসব কথা বলেন। এ সময় তিনি আরো অভিযোগ করেন, দেশে দুই ধরনের আইনের শাসন চলছে। সরকারের লোকজনদের জন্য একরকম আর বিরোধীদের জন্য তার উল্টোটি।
আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ করে আসাদুজ্জামান রিপন বলেন, দেশে এখন পঁচাত্তরপূর্ব অবস্থা বিরাজ করছে।
বিএনপির মুখপাত্র মন্ত্রীদের কাজেরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘ঈদের পর প্রতিদিন মানুষ মৃত্যুর কবলে পড়ছে। গণমাধ্যমে ২৫-৩০ জনের মৃত্যুর খবর প্রকাশিত হচ্ছে। সড়কমন্ত্রী বলেছিলেন, মানুষ নিরাপদে ঘরে যাবে এবং প্রত্যাবর্তন করবে। মন্ত্রী তার কথা রাখতে পারেননি। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। বেপরোয়াভাবে গাড়ি চলছে। নৌমন্ত্রী বলেছেন, শুধু গরু-ছাগল মার্কা দেখলেই নাকি গাড়ি চালানো যায়, লাইসেন্স পাওয়া যায়।’
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন বলেন, ‘ছাত্রলীগের জাতীয় সম্মেলনে ছাত্রদল অংশ নিতে চায়, তবে সে জন্য ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের মুক্তি দিতে হবে।’ গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রদলকে আমন্ত্রণ জানিয়ে যে চিঠি দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।