হামলায় দুজন আহত, রাজা মেম্বার অস্ত্রসহ আটক
জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে সন্ত্রাসী হামলায় দুজন আহত হয়েছেন। তাঁরা দুজনই স্থানীয় ছাত্রলীগের সাবেক কর্মী। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।
এ ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষোভের পর স্থানীয় বাসিন্দা ‘রাজা মেম্বার’কে পিস্তলসহ আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দায় জানায়, এলাকার রাজা মেম্বার দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগে সরিষাবাড়ি থানায় অর্ধডজন মামলা রয়েছে। রাজা মেম্বারের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন সরিষাবাড়ি পৌরসভার লাইসেন্স পরিদর্শক সাবেক ছাত্রলীগকর্মী মারুফ হোসেন। আজ দুপুরে রাজা মেম্বারের নেতৃত্বে কিছু লোক মেন্দারবেড় এলাকায় মারুফ হোসেন ও লাল চাঁন নামের একজনকে কুপিয়ে আহত করে। এরপর এলাকাবাসী রাজা মেম্বারকে গ্রেপ্তারের দাবিতে তারাকান্দি-বঙ্গবন্ধু যমুনা সেতু সড়কে ঘণ্টাব্যপী অবরোধ করে। অবরোধ চলাকালেই পুলিশ মেন্দারবেড় গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ রাজা মেম্বারকে আটক করে। এ সময় রাজা মেম্বারের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) ইদ্রিস হোসাইন আহত হন।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।