রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নির্দেশনা নেই : বিজিবি মহাপরিচালক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/01/29/photo-1422523150.jpg)
রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার কোনো নির্দেশনা বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
আজ বৃহস্পতিবার যশোরের ঝুমঝুমপুরে বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় আজিজ আহমেদ এ কথা বলেন।
বিজিবির মহাপরিচালক বলেন, ‘আমাদের দায়িত্ব আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে। রাজনৈতিক কোনো কর্মকাণ্ডকে বন্ধ করার বিষয়ে আমাদের কোনো নির্দেশনা নাই। আমিও কোনো নির্দেশনা দেইনি। কারণ সেটা আমাদের কাজও না।
আমাদের কাজ বেসামরিক প্রশাসন রিকুইজশন দিলে মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে আমরা তখন হলো মোতায়েন হব, মোতায়েন হইয়া আমরা পুলিশ এবং র্যাবকে সহযোগিতা করব বেসামরিক প্রশাসনের প্রয়োজন অনুযায়ী।’
বিজিবি সীমান্ত রক্ষা বাদ দিয়ে অন্য কাজ করছে এমন অভিযোগ উঠেছে উল্লেখ করে আজিজ আহমেদ বলেন, ‘অনেকে হয়তো বলে আপনাদের কাজ তো সীমান্তে, সীমান্ত ছাইড়া দিয়ে এই কাজ করতেসেন। নো, আমরা সেইটা করছি না।
আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আপনারা সীমান্তে যেয়ে দেখতে পারেন আমরা একটা সৈনিককেও সীমান্ত থেকে টেনে আনি নাই এই দায়িত্ব পালন করার জন্য। সীমান্তের টহল ক্ষেত্রবিশেষে আমি বৃদ্ধি করেছি। এই পরিস্থিতির সুযোগ নিয়ে চোরাকারবারিরা হয়তো তাদের কর্মকাণ্ড কর্মতৎপরতা বাড়ায়ে দিতে পারে। সেজন্য আমরা কিন্তু এখানে নজরদারি আরো বৃদ্ধি করেছি। এখন আমরা এই সৈনিকগুলা কোথায় পাচ্ছি যে এই দায়িত্ব পালন করার জন্য? বিভিন্ন স্তরে কিন্তু আমাদের রিজার্ভ ফোর্স আছে। আমরা সেই রিজার্ভ ফোর্সগুলো ব্যবহার করছি।’
মতবিনিময় সভায় বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম, খুলনা সেক্টরের কমান্ডার কর্নেল খলিলুর রহমান, কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল জাভেদ সুলতানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।