রূপগঞ্জে গ্রেপ্তার ৩, আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে গতকাল শনিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধারের দাবি করেছে তারা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জয়নাল আবেদীন ও তাঁর দুই সহযোগী শফিকুল ইসলাম ও মনোয়ারা।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব ১১-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব ১১-তে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন তালুকদার জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় পাইপগান, একটি গুলি, বেশ কিছু ধারালো অস্ত্র, ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার হওয়া জয়নাল আবেদীন ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের জোরে এলাকায় আধিপত্য বিস্তারসহ অবাধে চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে আসছেন। সন্ত্রাসী জয়নালের ভয়ে এলাকাবাসী ভীতসন্ত্রস্ত ছিল ও তাঁর বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। র্যাব দীর্ঘদিন ধরে তাঁকে নজরদারি করে আসছিল। এ ব্যাপারে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে।