ক্যাম্পে যাওয়ার দিনে মাটির ঘরে ফুটবলকন্যা সাবিনা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের মেয়ে ফুটবল তারকা বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দলের খেলোয়াড় সাবিনা ইয়াসমিনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ১০টায় কলসিন্ধুর আইনুল উলুম মাদ্রাসায় জানাজা শেষে ফুটবলকন্যা সাবিনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আজ ঢাকায় অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দলের প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল সাবিনার। অথচ মাত্র দুদিনের জ্বরে ভুগে ক্যাম্পে যাওয়ার দিনে মাটির ঘরে চলে গেল ফুটবলকন্যা।
সকালে সাবিনার জানাজায় তার শিক্ষক, দীর্ঘদিনের সহপাঠী, ভক্ত ও সাধারণ মানুষের ঢল নামে। জানাজার আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ মজনু মৃধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাদী হাসানসহ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাবিনার জন্য সবার কাছে দোয়া কামনা ও স্মৃতিচারণা করেন।
কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ফুটবল দলের কোচ মফিজ উদ্দিন জানান, ক্যাম্পে আর যোগ দেওয়া হলো না সাবিনার। বাংলাদেশ হারাল প্রবল সম্ভাবনাময় এক ফুটবলারকে।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনূর্ধ্ব-১৪ বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দলে ছিল প্রয়াত কিশোরী ফুটবলার সাবিনা ইয়াসমিন। এরপর জাতীয় অনেক টুর্নামেন্টে নজরকাড়া সাফল্য দেখিয়েছিল কিশোরী এই ফুটবলার।
এরই ধারাবাহিকতায় কলসিন্দুরের ফুটবল তারকা সাবিনা ইয়াসমিন নির্বাচিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের জন্য।
এলাকাবাসী জানায়, এক ভাই ও দুই বোনের মধ্যে সাবিনা ছিল দ্বিতীয়। বড় বোন বিবাহিত। সাবিনার বাবার মৃত্যুর পর অভাব-অনটনের মধ্যে সংসার চালিয়ে সাবিনার পড়ালেখার খরচ চালাতেন মা ফজিলা খাতুন। কখনো কখনো দিনমজুরের কাজও করতে হয়েছে সাবিনার মাকে।