বগুড়ায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা!

বগুড়ার কাহালু উপজেলার বারোমাইল এলাকায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে রাসেল (২০) নামের এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে এবিসি টাইলস কারখানায় এই ঘটনা ঘটে।
নিহতে রাসেল কাহালুর বীরকেদার গ্রামের আবদুল হান্নানের ছেলে।
রাসেলের চাচা লুৎফর জানান, রাতের পালার কাজ শেষে আজ সকাল ৭টায় হাওয়া মেশিন দিয়ে এবিসি টাইলস কারখানার মেঝে পরিষ্কার করছিলেন সহকারী মেশিনম্যান রাসেল। এ সময় মেশিনম্যান রুবেল (২৫) হাওয়া মেশিন দিয়ে রাসেলের পায়ুপথে বাতাস দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রাসেলকে অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় মারা যান রাসেল।
রাসেলের খালু হাসান জানান, দুই মাস আগে এবিসি টাইলস কোম্পানিতে সহকারী মেশিনম্যান হিসেবে যোগ দেন রাসেল। কারো সঙ্গে তাঁর কোনো বিবাদ আছে কি না, সে বিষয়ে তিনি জানেন না।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক আহতের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় জড়িত শ্রমিক রুবেলকে আটক করা হয়েছে।