চাঁদপুর থেকে লঞ্চ চলাচল শুরু

চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে ১২ ঘণ্টা পর। বৈরী আবহাওয়ার কারণে গতকাল সন্ধ্যায় চাঁদপুর থেকে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ সোমবার সকাল ৮টা থেকে আবার লঞ্চ চলাচলের নির্দেশ দেয়।
চাঁদপুর বিআইডাব্লিউটিএর উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুরের মেঘনাসহ অন্য নদ-নদীতে উত্তাল স্রোত প্রবাহিত হচ্ছে। চাঁদপুর নদীবন্দরকে দুই নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে।
এদিকে, লঞ্চ চলাচল বন্ধ থাকায় রাতে লঞ্চঘাটে আসা যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। ঢাকাগামী যাত্রী মিজান, নিপা, মুক্তা জানান, বৈরী আবহাওয়ার কারণে লঞ্চঘাটে এসে তাঁরা লঞ্চ চলাচল বন্ধ দেখেন।