ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার ২, ফেনসিডিল উদ্ধারের দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া দুজন। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে একটি ট্রলার থেকে আজ সোমবার দুপুরে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় দুটি বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বাদশা মিয়া (৪০) ও চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের আবু ছালেক (৩৫)।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান এনটিভি অনলাইকে জানান, পাচারকারীরা একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বিজয়নগর থেকে ফেনসিডিল নিয়ে ভৈরবের উদ্দেশে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার উলচাপাড়া আব্দুল কুদ্দুস মাখন সেতু এলাকায় তিতাস নদীতে অভিযান চালিয়ে দুটি বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।