জয়পুরহাটে বিএনপি ও জামায়াতের দুই নেতা জেলে

জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান ও জামায়াত নেতা অ্যাডভোকেট আবদুল মোমিন ফকিরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জয়পুরহাটে আওয়ামী লীগের সমাবেশে ককটেল হামলা মামলায় তাঁরা আজ সোমবার দুপুরে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানির পর বিচারক তাজুল ইসলাম মিঞা তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২২ ফেব্রুয়ারি জয়পুরহাট শহরের মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে ককটেল হামলার ঘটনায় পরের দিন মোজাহার আলী প্রধানকে প্রধান আসামি করে ২০ দলীয় জোটের অর্ধ শতাধিক নেতা-কর্মীর নামে মামলা করা হয়। মামলা দায়েরের পর থেকে মোজাহার আলী প্রধান পলাতক ছিলেন।
আদালতে হাজির হওয়ার আগে মোজাহার আলী প্রধান জানান, সুষ্ঠু ধারার রাজনীতি করায় তিনি আজ আসামি হয়েছেন। আর আদালতে সুবিচার পাওয়ার জন্যই তিনি নিম্ন আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিন আবেদন করছেন।