নিখোঁজের একদিন পর পানের বরজে মিলল নারীর লাশ

বরিশালে নিখোঁজের একদিন পর একটি পানের বরজ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
চাঁদশী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ ভদ্র জানান, ওই গ্রামের মৃত শুকদেব দেউড়ীর স্ত্রী তিন সন্তানের জননী পাপড়ি দেউড়ী (৩৩) দীর্ঘদিন থেকে বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর গ্রামের বাড়িতে মাঝেমধ্যে ঝিয়ের কাজ করতেন। গতকাল সোমবার সকালে দুধ বিক্রি করতে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হন পাপড়ি। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে মঙ্গল সরদার নামে এক ব্যক্তি স্থানীয় নিকুঞ্জ পাণ্ডের পান বরজের পাশে ঘাস কাটতে গিয়ে সেখানে অর্ধনগ্ন এক নারীর লাশ দেখতে পান। পরে চিৎকার করে তিনি আশপাশের লোকজনকে ডেকে লাশটি দেখান।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা জানতে পারেন এটি পাপড়ি দেউড়ীর লাশ। পরে সুরতহাল করে দুপুর ২টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়।
নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিধবা পাপড়ি দেউড়ীকে কেউ শ্বাসরোধে হত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।