খুলনায় দুই জুটমিলের উৎপাদন বন্ধ

বকেয়া মজুরী আদায়ের দাবিতে গতকাল শনিবার খুলনা ক্রিসেট জুট মিল ও প্লাটিনাম জুবলী জুট মিলের শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। ফলে এই দুটি জুট মিলে উৎপাদন বন্ধ রয়েছে। কর্মবিরতির মাঝে শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্টানের মধ্যে প্রতিবাদ সমাবেশ করে।
শনিবার দুপুরে ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক ময়দানে পাটকল শ্রমিক লীগের আঞ্চলিক কমিটির আহবায়ক মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্টিত হয় । ওই সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা সোহরাব হোসেন, হেমায়েত উদ্দীন আজাদী, দ্বীন ইসলাম প্রমুখ। বক্তারা বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) কাছে তাদের পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান। অন্যথায় আরো জোরদার কর্মসূচির হুশিয়ারী দেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার থেকে খালিশপুরে ক্রিসেন্ট ও প্লাটিনাম জুট মিলের শ্রমিকরা পূর্বঘোষনা ছা্ড়াই কর্মবিরতী শুরু করেছে।
এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জেলা প্রশসাক মিলনায়তন কক্ষে শ্রমিক নেতৃবৃন্দ সাথে স্থানীয় সংসদ সদস্যদের বৈঠক হবার কথা রয়েছে।