পিকআপ ভ্যানের চাপায় রিকশাভ্যানের দুজন নিহত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি পিকআপ ভ্যানের চাপায় রিকশাভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশাভ্যানের চালকসহ অন্তত তিনজন।
আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগরের ৩ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত দুজন হলেন তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের আজগর আলীর ছেলে সাহেব আলী (৪০) ও একই গ্রামের আবদুল আজিজের ছেলে মিলন (৩২)।
আহত তিনজনের মধ্যে রিকশাভ্যানের চালককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। এঁদের কারোরই নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, ভোরে হাটিকুমরুল থেকে বনপাড়া যাচ্ছিল নীল রঙের একটি পিকআপ ভ্যান। এটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল রাস্তার পাশে সাইড রাস্তায় গিয়ে রিকশাভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের এক আরোহী নিহত হন। গুরুতর আহত অবস্থায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অন্যজন মারা যান।