ব্যবসায়ীদের মারধর, ১৫ লাখ টাকা ছিনতাই

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে পাট ব্যবসায়ীদের মারধর করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পাট ব্যবসায়ী নায়েব আলী মুঠোফোনে এনটিভিকে জানান, সকালে কাজীপুরের মেঘাইঘাট থেকে একটি নৌকায় তাঁরা আটজন ব্যবসায়ী পাট কেনার জন্য চরাঞ্চলের নাটুয়ারপাড়া হাটে যাচ্ছিলেন। চরাঞ্চলের তেকানি এলাকায় পৌঁছার পর ৮-১০ ডাকাত আরেকটি নৌকায় এসে তাঁদের মারধর করে প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতরা পিস্তল উঁচিয়ে গুলি করে ভয়ভীতি দেখায়। তিনি অভিযোগ করে বলেন, ওই এলাকায় নৌ-পুলিশের টহল থাকার কথা থাকলেও ঘটনার সময় তাদের দেখা যায়নি।
এ ব্যাপারে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, ‘নদীতে ডাকাতির ঘটনা শুনেছি। ডাকাতরা দক্ষিণ দিক থেকে (টাঙ্গাইলের ভুয়াপুর) এসেছিল। সকাল ১০টা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।’
ওসি আরো বলেন, ছয়টি নৌকাঘাটের জন্য একটি মাত্র টহল দল দায়িত্বে রয়েছে। অন্য স্থানে দায়িত্বে থাকার কারণে ডাকাতির সময় ওই এলাকায় টহল দলটিকে দেখা যায়নি।