বরিশালে ছোট ভাইয়ের হামলায় বড় ভাইয়ের মৃত্যু

জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্ববাড়ি গ্রামে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত খোকন পাল (৪৯) ওই এলাকার মৃত নিরঞ্জন পালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খোকন পাল মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত ছিল। এ নিয়ে তার কাকা তুলসী পালের সাথে দ্বন্দ ছিল। গত কয়েকদিন আগে পুলিশকে ভুল খবর দিয়ে তুলসী পালকে হয়রানী করে খোকন। এই ঘটনাকে কেন্দ্র করে খোকনের সাথে তার ছোট ভাই রতন পালের ঝগড়া বিবাদ ছিল বেশ কয়েকদিন যাবৎ।
শুক্রবার রাতে পুনরায় বাক বিতন্ডার সৃষ্টি হলে রতন তার বড় ভাই খোকনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় খোকনের। বিষয়টি নিশ্চিত করে গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পূর্ব থেকে দ্বন্দের জেরে খোকনের উপর তার ভাই রতন হামলা চালালে মৃত্যু হয় খোকনের। এই ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তবে অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি।