শ্রেণিকক্ষে পলেস্তারা খসে ছাত্রী আহত, ভবন নিয়ে আতঙ্ক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/29/photo-1438171884.jpg)
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে পড়াশোনা করছে খুদে শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে ভবনে ক্লাস করার সময় পিলারের পলেস্তারা খসে চতুর্থ শ্রেণির জিকরা আক্তার নামের এক ছাত্রী আহত হয়।
এ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়া করে শ্রেণিকক্ষ থেকে বের হওয়ার সময় আরো কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার পর অনেক অভিভাবক তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল বলেন, ১৯৯২ সালে বিদ্যালয়ের এ ভবনটি নির্মিত হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজের জন্য কিছুদিন পরই ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয় এবং পলেস্তারা খসে যায়। সামান্য বৃষ্টিতেই ভিজে যায় শ্রেণিকক্ষ। এতে শিক্ষাকার্যক্রম ব্যাহত হয়।
প্রধান শিক্ষক শাহজালাল আরো বলেন, বিকল্প কোনো শ্রেণিকক্ষ না থাকায় ঝুঁকি নিয়েই ওই ভবনে পাঠদান করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ভবনের বিষয়টি বারবার জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আলীম রানাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বিদ্যালয়ের বিষয়টি উপজেলা শিক্ষা কমিটিকে জানানো হবে।
নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, ‘এ বিষয়ে আমরা অনেক আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে চরম আতঙ্কের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা দিন পার করছে।