খুলনায় স্কুলছাত্রী ‘আত্মহত্যা’র ঘটনায় ‘আ.লীগ নেত্রী’ গ্রেপ্তার

খুলনায় স্কুলছাত্রী চাঁদনী ‘আত্মহত্যা’র ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মাফিয়া কবির। তিনি নিজেকে লবণচোরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে দাবি করেছেন।
আজ রোববার ভোরে হরিণটানার রিয়াবাজার এলাকার নিজ বাড়ি থেকে মাফিয়াকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার রাতে লবণচরা থানায় একটি মামলা করেন নিহত স্কুলছাত্রীর বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রবিউল ইসলাম। এতে মামলায় স্থানীয় পাইপ মিস্ত্রি শুভ ও তাঁর বাবা শাহ আলম, মাফিয়া কবিরসহ চারজনকে আসামি করা হয়েছে।
নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়,হরিণটানা প্রাইমারি স্কুলের সামনে পরিবারের সঙ্গে থাকত চাঁদনী। সে স্কুলে যাওয়া-আসার সময় তাকে প্রতিবেশী পাইপ মিস্ত্রি শুভ সহযোগীদের নিয়ে উত্ত্যক্ত করতেন। সর্বশেষ গত শুক্রবার বিকেলে সাত-আটজন সহযোগী নিয়ে শুভ চাঁদনীর বাসায় যান। চাঁদনীর বাবার সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাদনীর বাবাকে মারধর করেন শুভ। এ সময় চাঁদনীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে চলে যান তাঁরা। পরে রাত ৮টার দিকে শুভ সহযোগীদের নিয়ে আবার চাঁদনীদের বাসায় যান। তাঁদের বাসার দরজা বন্ধ পেয়ে খুলে দিতে বলেন। তখন চাঁদনীর বাসার কেউ দরজা খুলে দেননি। এ ঘটনার পর রাত ১০টার দিকে চাঁদনী ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে দিবাগত রাত ১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মাফিয়া কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লবণচরা থানায় গিয়ে দেখা যায়, গ্রেপ্তার হওয়ায় আসামি মাফিয়া কবীর পুলিশের উপপরিদর্শকদের (এসআই) কক্ষে দাঁড়িয়ে তাঁর স্বজনদের সঙ্গে কথা বলছেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে নিজেকে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় জনপ্রতিনিধি বলে দাবি করেন। এর আগে তিনি উপজেলা নির্বাচন করেছেন বলেও দাবি করেন।
তবে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুব আলম সোহাগ বলেন, ‘এ নামে কেউ আছেন কি না, তা আমার জানা নেই।’
স্কুলছাত্রী চাঁদনীর বাবা রবিউল ইসলাম বলেন, শুভ ও তার সহযোগীরা বাড়িতে এসে তাদের মারধর শুরু করে। এ সময় চাঁদনী ঘরে ছিল। কিছুক্ষণ পর তাঁর স্ত্রী তাকে জানান চাঁদনী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার চান।
এদিকে, আজ দুপুরে খুলনা ফাতেমা স্কুলের সামনে ছাত্রীদের ইভ টিজিং করার সময় অপু ঘোষ নামে এক যুবককে আটক করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।