ইউনিয়ন আ.লীগ নেত্রী মাফিয়া ৩ দিনের রিমান্ডে

আত্মহত্যার প্ররোচনার মামলায় খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাফিয়া কবিরকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর হাকিম সুমি আহমেদের আদালত মাফিয়া কবিরের রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার খুলনার স্কুলছাত্রী শামসুন নাহার চাঁদনীর (১২) আত্মহত্যা প্ররোচনা মামলায় আওয়ামী লীগ নেত্রী মাফিয়া কবিরের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা লবণচরা থানার উপপরিদর্শক ইউসুফ আলী। আজ শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে আসামি পক্ষে রিমান্ডের বিরোধিতা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নগর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আনিছুর রহমান পপলুসহ একডজন আইনজীবী।
অন্যদিকে বাদীপক্ষে ছিলেন আদালতে দায়িত্বপ্রাপ্ত পুলিশের পরিদর্শক জোসনা বেগম।
মামলার তদন্ত কর্মকর্তা ইউসুফ আলী বলেন, এখন মাফিয়া কবিরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে মামলার অন্য আসামি বখাটে শুভসহ পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলবে বলেও জানান তিনি।
খুলনা মহানগর আওয়ামী লগের দপ্তর সম্পাদক মাহবুবুল আলম সোহাগ জানিয়েছেন, মাফিয়া কবির জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তবে মাফিয়া যদি সত্যিই আত্মহত্যার প্ররোচনাকারী হন তাহলে তাঁর বিচারও দাবি করেন সোহাগ।
এলাকাবাসী ও নিহত চাঁদনীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, হরিণটানা প্রাইমারি স্কুলের সামনে পরিবারের সঙ্গে থাকত চাঁদনী। চাঁদনী স্কুলে যাওয়া-আসার সময় তাঁকে প্রতিবেশী পাইপ মিস্ত্রি শুভ সহযোগীদের নিয়ে উত্ত্যক্ত করত। সর্বশেষ গত শুক্রবার বিকেলে সাত-আটজন সহযোগী নিয়ে শুভ চাঁদনীদের বাসায় যায়। চাদনীর বাবার সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দাঁদনীর বাবাকে মারধর করে শুভ। এ সময় চাঁদনীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে চলে যায় তারা। পরে রাত ৮টারদিকে শুভ সহযোগীদের নিয়ে আবার চাঁদনীদের বাসা যায়। তাদের বাসার দরজা বন্ধ পেয়ে খুলে দিতে বলে। তখন চাঁদনীর বাসার কেউ দরজা খুলে দেয়নি। এ ঘটনার পর রাত ১০টার দিকে চাঁদনী ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে দিবাগত রাত ১টার দিকে পুলিশ গিয়ে চাঁদনীর লাশ উদ্ধার করে।
শামসুন নাহার চাঁদনী খুলনা সরকারি করোনেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
পরের দিন শনিবার রাতে লবণচরা থানায় একটি মামলা করেন চাঁদনীর বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রবিউল ইসলাম। এতে মামলায় স্থানীয় পাইপ মিস্ত্রি শুভ ও তাঁর বাবা শাহ আলম, মাফিয়া কবিরসহ চারজনকে আসামি করা হয়।
আসামি মাফিয়া কবির বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। এর আগে দুইবার ওই ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন তিনি। তাঁর বিরুদ্ধে ভোট ব্যাংক তৈরি করতে এলাকার বখাটেদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।
চাঁদনীর বাবার করা মামলায় গত রোববার ভোরে হরিণটানার রিয়াবাজার এলাকার নিজ বাড়ি থেকে মাফিয়াকে গ্রেপ্তার করা হয়।
এদিকে চাঁদনী আত্মহত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মহানগর ছাত্রলীগ। আজ বেলা ১১টা থেকে নগরীর পিটিআই মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন খুলনা ২ আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান, খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান প্রমুখ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামন রাসেল প্রমুখ ।
মানববন্ধনে চাঁদনী হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করা হয়।