সরাইলে নৌকাডুবিতে নিহত ৩, নিখোঁজ ৭
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/30/photo-1438247925.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চেতরা নদীতে নৌকাডুবিতে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। নিখোঁজ হয়েছে সাতজন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুবাজাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন দুবাজাইল এলাকার ফাতেমা বেগম (৪৫), তাঁর মেয়ে শেফালী (৩) ও দুবাজাইল জামে মসজিদের ইমাম আবদুল কাহহার (৬৫)।
এ বিষয়ে অরুয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান এনটিভি অনলাইনকে জানান, সকালে দুবাজাইল এলাকা থেকে শতাধিক যাত্রী নিয়ে অরুয়াইল যাচ্ছিল একটি নৌকা। পথে দুবাজাইল ঘাট ছাড়ার পরই প্রচণ্ড ঢেউয়ের কারণে এটি ডুবে যায়। এ সময় অনেক যাত্রী সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও ফাতেমা, শেফালী, আবদুল কাহহারসহ কমপক্ষে ১০ জন পানিতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন তিনজনের লাশ উদ্ধার করলেও সাতজন এখনো নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা নিহত তিনজনকে দাফনের জন্য পরিবারগুলোকে পাঁচ হাজার টাকা করে অনুদান দিয়েছেন।