চোখ হারানো শাহজালালের শ্বশুরবাড়িতে দুর্বৃত্তদের হামলা

চোখ হারানো শাহজালালের শ্বশুরবাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত হয়েছেন পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী রেনু বেগম ও প্রধান সাক্ষী রাহেলা বেগম।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার খালিশপুর নয়াবাটি বস্তিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই হামলার সময় নয়াবাটি মোড়ে খালিশপুর থানা পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল।
এর আগে দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শাহজালালের বিরুদ্ধে দায়ের করা ছিনতাই মামলার বাদী সুমা আক্তার। তিনি দাবি করেন, গত ১৮ জুলাই রাত পৌনে ১২টায় শাহজালাল ও শুভ তাঁর ব্যাগ ছিনতাই করেন। এই সময় স্থানীয় জনতা শাহজালালকে ধরে পিটুনি দিয়ে তাঁর দুই চোখ তুলে দেয়।
সুমা আক্তার একপর্যায়ে বলেন, শাহজালালের দুটি চোখ নয়, তাকে হত্যা করা হলে তিনি খুশি হতেন। গণমাধ্যমে ‘শাহজালালের পক্ষে’ প্রতিবেদন করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ওই সংবাদ সম্মেলনের ছয় ঘণ্টার মধ্যেই হামলা হয় শাহজালালের শ্বশুরবাড়িতে।
শাহজালালের পরিবারের অভিযোগ, গত ১৮ জুলাই পুলিশ তাঁকে (শাহজালাল) আটক করে এবং নির্যাতন করে চোখ তুলে নেয়।
পরে গত ৭ সেপ্টেম্বর শাহজালালের মা রেনু বেগম বাদী হয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম খানসহ ১৩ জনকে আসামি করে আদালতে মামলা করেন। মামলায় বলা হয়, দুই লাখ টাকার দাবিতে পুলিশ শাহজালালকে আটক করে। টাকা দিতে না পারায় পুলিশ শাহজালালের দুই চোখ উপড়ে দিয়ে ছিনতাই মামলা করে।
হামলার ব্যাপারে খুলনা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানেন না বলে জানান। পরে খোঁজ নেবেন বলে জানান।