দেড় লাখ টাকায় হরিণের চামড়া, আটক ২

খুলনার দাকোপের বাজুয়া বাজারে হরিণের চামড়া নিয়ে আসছিলেন দুই যুবক। দেড় লাখ টাকায় ওই চামড়া বিক্রির উদ্দেশ্য ছিল যুবকদের। হরিণের চামড়াসহ তাঁদের আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার দাকোপ উপজেলার বাজুয়া বাজারের কাছ থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন দাকোপ উপজেলার বাজুয়া এলাকার মিহির রায় (৩২) ও সঞ্জিব মণ্ডল (১৯)।
র্যাবের দাবি, আটককৃতরা সুন্দরবনে ফাঁদ পেতে একটি হরিণ শিকার করেছিলেন। সেই হরিণের চামড়া দেড় লাখ টাকায় বিক্রির জন্য বাজারে আসার সময় দুই পাচারকারীকে আটক করা হয়।
র্যাব ৬ খুলনার কোম্পানি কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান জানান, মোটরসাইকেলে করে দুজন দাকোপ উপজেলার বাজুয়া বাজারে হরিণের চামড়া বিক্রির জন্য নিয়ে আসছে। এমন খবরের পেয়ে তাঁদের ব্যাগ তল্লাশি করে হরিণের চামড়াটি উদ্ধার করা হয়। হরিণের চামড়া বহন করায় তাঁদের আটক করা হয়। এ ব্যাপারে দাকোপ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।