জমি নিয়ে বিরোধ, বড় ভাই-ভাবীকে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলার চককাতুলী গ্রামে আলতার বাজার এলাকায় বড় ভাই-ভাবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছোট ভাই। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটে।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার এই তথ্য জানিয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের চককাতুলী গ্রামের আলতার বাজার এলাকায় জমি-জমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। ওই বিষয় নিয়ে আজ সন্ধ্যা ৭টায় দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই ছুরি নিয়ে এসে বড় ভাই জিল্লাল (৩২) ও ভাবী বুলবুলীর (২২) ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই জিল্লাল নিহত হন।
স্থানীয় লোকজন বুলবুলীকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় বুলবুলী মারা যান।