টাঙ্গাইলে যুবক আটক, অস্ত্র উদ্ধার

টাঙ্গাইল সদর উপজেলা থেকে এক ব্যক্তিকে আটকের পর তাঁর দেওয়া তথ্যানুযায়ী অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে ওই যুবকে আটক করা হয়।
আটক আব্দুল কাদের জোয়ারদার সদর উপজেলার পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল রাবনা বাইপাস এলাকা থেকে কাদেরকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র-গুলির কথা স্বীকার করেন।
এর পর কাদেরের বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, কয়েকটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এর আগে গত ১৬ জুলাই টাঙ্গাইল পৌরসভার মেয়রের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।