হাসপাতাল ছাড়লেন রেলমন্ত্রী

মো. মুজিবুল হক
রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের শারীরিক অবস্থা ভালো। তিনি সিঙ্গাপুরে যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে আজ শুক্রবার তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
রেলপথমন্ত্রীর একান্ত সচিব এ কে এম জি কিবরিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বাসস। তিনি সিঙ্গাপুর থেকে টেলিফোনে জানান, আগামী মঙ্গলবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর দেশে রওনা দিতে পারেন রেলমন্ত্রী।
পেটের পীড়ায় অসুস্থ হয়ে ঈদের দিন এয়ার-অ্যাম্বুলেন্সযোগে রেলমন্ত্রী ঢাকা থেকে সিঙ্গাপুর যান। তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন।
প্রায় দুই সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর এখন রেলমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো বলে কিবরিয়া জানান।