কোমেন এখন ফরিদপুরে

নোয়াখালী ও সংলগ্ন স্থলভাগ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি সামান্য পশ্চিম ও উত্তর-পশ্চিমে সরে গিয়ে বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চলে ফরিদপুরের কাছে অবস্থান করছে। আজ শুক্রবার বিকেল ৫টায় আবহাওয়ার এক সতর্কবার্তায় এ তথ্য দেওয়া হয়েছে। বার্তায় আরো বলা হয়, এটি আরো পশ্চিম ও উত্তর-পশ্চিমে স্থলভাগের দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
এর প্রভাবে বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।