প্রেমিকের বাড়ি থেকে ফিরে কিশোরীর আত্মহত্যা!

খুলনায় এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ওই কিশোরী আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খুলনা মহানগরের রায়ের মহলের ব্যাংকপাড়া এলাকার বাসা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর নাম শায়লা আক্তার মিম (১৬)। সে ব্যাংকপাড়ার সেলিম শেখের মেয়ে। পড়ত হাজী ফয়েজউদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণিতে।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, ওই কিশোরীর বাবা সেলিম শেখ কয়েকদিন আগে থানায় গিয়ে অভিযোগ করেন যে তাঁর মেয়েকে স্থানীয় এক যুবক জোর করে তুলে নিয়ে গেছে। পরে পুলিশ খোঁজ নিতে সেই যুবকের বাড়িতে যায়। তখন এ ব্যাপারে কোনো মামলা হয়নি। এরপর গত মঙ্গলবার রাতে কিশোরী মিম বাবার বাড়িতে ফিরে আসে। বৃহস্পতিবার সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিমের লাশ উদ্ধার করা হয়। এরপর তা ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহত মিমের মামা আজহারুল ইসলাম বলেন, স্থানীয় এক যুবকের সঙ্গে মিমের প্রেম ছিল। কিন্তু মাস তিনেক আগে মিমকে তার মতের বিরুদ্ধে রনি নামের এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পরও প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছিল মিম। গত শনিবার মিম তার প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে চলে যায়। পরে গত মঙ্গলবার রাতে সে বাড়িতে আসে।
কিশোরী মিমের চাচি বলেন, এক ছেলের সঙ্গে মিমের সম্পর্ক ছিল। কিন্তু ছেলেটি ভালো নয়। তাই তার পরিবার ওই ছেলের সঙ্গে মিমের বিয়ে দিতে রাজি হয়নি।
ওসি কাজী রেজাউল করিম জানান, এ ব্যাপারে কোনো মামলা হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।