গোল নিয়ে গণ্ডগোল, ভাঙচুর লুটপাট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/01/photo-1438423492.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার কামাউড়া গ্রামে ফুটবল খেলার সময় একটি গোলকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর ও লুপটাটের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আজ শনিবার দুপুরে কামাউড়া গ্রামের খেলার মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কামাউড়া গ্রামের দুই পক্ষের মধ্যে দুপুর ১২টার দিকে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা হয়। এ সময় একপক্ষ একটি গোল দিলে অপরপক্ষ তা মেনে নিতে চায়নি।
এ নিয়ে গ্রামের রায়হান মিয়ার ছেলে ও হীরা মিয়ার ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। কামাউড়া গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, কামাউড়া গ্রামে যেন আর কোনো সংঘর্ষ না হয় সেজন্য পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থতি শান্ত রয়েছে।