গোপালগঞ্জে শাহিন হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
গোপালগঞ্জ সদর উপজেলায় আপন চাচাতো বোনের সঙ্গে প্রেম করার কারণে চোখ উপড়ে ও হাত-পা কেটে শাহিন মোল্লাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) এস এম এমরান হোসেন।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ঢাকার ডিবি পুলিশের সহায়তায় হত্যা মামলার তিন আসামি শাহিনের আপন চাচাতো ভাই রবিউল মোল্লা (২৭), শরিফুল মোল্লা (২৪) ও আরিফুল মোল্লাকে (২১) গ্রেপ্তার করা হয়। এর আগে মামলার আসামি তাঁদের মা শেফালী বেগমকে (৪৮) গ্রেপ্তার করা হয়।
গত ঈদের দিন রাতে সদর উপজেলার চর পাথালিয়া গ্রামে শাহিন মোল্লা (১৮) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা করা হয়। একই অভিযোগে শাহিনের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শওকত আকবর মোল্লাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে।
তাঁদের প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়ার পথে ওই দিন রাতেই শাহিন মারা যান। এ ঘটনায় গত ২০ জুলাই নিহতের ভাই তুহিন মোল্লা বাদী হয়ে গ্রেপ্তারকৃত চারজনসহ পাঁচজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।