শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি

নড়াইলে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে গাছে বেঁধে নির্যাতন মামলার আমামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ১০ অক্টোবর নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনি কুমার বিশ্বাসকে গাছে বেঁধে নির্যাতন করে স্থানীয় কিছু সন্ত্রাসী। স্কুলের পাশে এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা করা হয়েছে।
নির্যাতনের প্রতিবাদে হিউম্যান ডিফেন্ডার ফোরাম (এইচআরডিএফ) নামে একটি মানবাধিকার সংস্থার নড়াইল শাখা ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন এইচআরডিএফের সভাপতি আইনজীবী এস এ মতিন, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক মলয় কান্তি নন্দী প্রমুখ।
বক্তারা শিক্ষক মনি কুমার বিশ্বাসের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। আর তা না হলে আরো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দেন তাঁরা।