বিভিন্ন স্থানে অটোচালকদের বিক্ষোভ, দুর্ভোগে যাত্রীরা
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে আজ রোববার সারা দেশে বিক্ষোভ, অবরোধ, ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করেছেন যানবাহনটির মালিক ও চালকরা। তাঁরা অটোরিকশা চলাচলসহ বিভিন্ন ধরনের দাবি জানান। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। অটোরিকশা চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অফিসগামী, স্কুলগামীদের অনেককেই যানবাহন না পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে।
গত ঈদুল ফিতরের আগে ও পরে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনায় ২৩ জুলাই সচিবালয়ে এক পর্যালোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে ২৭ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়। ঘোষণা অনুযায়ী গতকাল শনিবার থেকে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এর প্রতিবাদে মালিক ও চালকদের বিক্ষোভ ও সাধারণ মানুষের ভোগান্তি সম্পর্কে বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ : আজ দুপুর ১২টায় বন্দর উপজেলার মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখেন অটোরিকশার মালিক ও চালকরা। মদনপুর ও সাইনবোর্ড এলাকায় দফায় দফায় তাঁরা বিক্ষোভ মিছিল করে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মালিক ও চালকরা ক্ষোভ প্রকাশ করে জানান, হঠাৎ করে সরকারের এমন সিদ্ধান্ত ঠিক হয়নি। মহাসড়কের পাশে বিকল্প রাস্তা বের করে তারপর এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আর তা যদি না পারে তবে অটোরিকশা জমা নিয়ে মালিকদের টাকা সরকার ফেরত দিক।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : কুমিল্লার আলেখার চরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছে জেলা সিএনজিচালক ও মালিক ঐক্য পরিষদ। আজ সকালে আলেখার চর এলাকায় অটোরিকশার মালিকরা জড়ো হয়ে সড়কে অবস্থান নেন এবং মানববন্ধন করেন। তাঁরা মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলসহ ছয় দফা দাবি জানান। এ সময় তাঁরা মহাসড়কে বিক্ষোভ মিছিল শুরু করলে হাইওয়ে ও জেলা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া দাউদকান্দির জিংলাতলী ও হাসানপুরে মহাসড়কে অবস্থান এবং বিক্ষোভ মিছিল করেছেন মালিক ও চালকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে চালক ও মালিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশসহ আহত হয় অন্তত ৩০ জন।
আখতার ফারুক শাহীন, বরিশাল : অটোরিকশাচালকদের বিক্ষোভ-অবরোধের মুখে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছে জেলা বাসমালিক সমিতি। আজ দুপুর ১টা থেকে এই ধর্মঘট শুরু করেন মালিকরা। এর আগে সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ও বাবুগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা ও আলফা মাহিন্দ্রা যানবাহনের চালকরা। এ সময় প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কের দুই ধারে কয়েক শ যানবাহন আটকা পড়ে। বহু দেনদরবার আর বিষয়টি সম্পর্কে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসের পর মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হলেও বরিশাল-পয়সারহাট রুট অবরোধ করে রাখেন শ্রমিকরা। এই পরিস্থিতিতে সড়ক-মহাসড়কে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার দাবিতে দুপুর ১টা থেকে বরিশালের অভ্যন্তরীণ ১৫টি পথে বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা। ফলে চরম বিপাকে পড়েন এসব পথে যাত্রীরা।
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ : অটোরিকশা চলাচল বন্ধ থাকায় মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতু থেকে দাউদকান্দি সেতু পর্যন্ত গণপরিবহন সংকট দেখা দিয়েছে। আজ সকাল থেকে অফিসগামী, স্কুলগামীরা দুর্ভোগে পড়েন। দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। অনেককে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিতে দেখা দিয়েছে। মাঝেমধ্যে বাস এলেও যুদ্ধ করে উঠতে হয়।
অসীম মন্ডল, সিরাজগঞ্জ : আজ ভোরের দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে এড়িয়ে জেলার মহাসড়কে কিছু অটোরিকশা চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে আসে। আজও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজ দুপুরে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সিএনজি অটোরিকশা মালিক সমিতি প্রতিবাদ সমাবেশ করে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের ছয়টি পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় বলে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানিয়েছেন। এ সময় আইন অমান্য করে মহাসড়কে চলাচল করায় ৫২টি সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা দায়ের এবং ৫৩ টি থ্রি-হুইলার যানবাহন চালকদের কাছ থেকে ১৮ হাজার ২৬০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া শাহজাদপুরে ৪০টি অটোরিকশা জব্দ এবং রায়গঞ্জের চান্দাইকোনায় অবৈধভাবে মহাসড়কের ওপর গড়ে ওঠা একটি সিএনজিস্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাইলেন সড়ক থাকায় এই সড়ক ছাড়া জেলার বাকি তিনটি মহাসড়কে এই অভিযান চলছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।