মহাসড়কে অটোরিকশা চলবে না : সচিব
দেশের মহাসড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশাসহ নছিমন-করিমন, টেম্পোর মতো যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক।
এম এ এন সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘মানুষের নিরাপত্তার স্বার্থে সরকার মহাসড়কে এ ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের যান দূরপাল্লার দ্রুতগামী যানবাহনের চলাচলে অসুবিধার সৃষ্টি করে। তা রোধ করার জন্যই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।’
গত ২৩ জুলাই এক সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। গত ২৭ জুলাই এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়। গতকাল শনিবার থেকে তা কার্যকর করার নির্দেশ দেয় মন্ত্রণালয়।
তবে সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের বিভিন্ন মহাসড়কে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকরা।