বরিশাল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু

বরিশাল থেকে ঢাকা ও উত্তরবঙ্গমুখী সব পথে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডেকেছে জেলা বাসমালিক সমিতি। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে জেলা বাসমালিক সমিতির সভাপতি আফতাব হোসেন এ ধর্মঘটের ডাক দেন। মহাসড়কে বাস চলাচলে যথাযথ নিরাপত্তার দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
আজ সিএনজিচালিত অটোরিকশাচালকরা কয়েক দফা বরিশালে মহাসড়ক অবরোধ করলে বাসসহ অন্যান্য যান চলাচল বন্ধ হয়ে যায়। সিএনজিচালিত অটোরিকশাচালকদের বিক্ষোভের মুখে এ ধর্মঘটের ডাক দিয়েছে বাসমালিক সমিতি।
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা বন্ধ রাখার প্রতিবাদে আজ সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা ও আলফা মাহিন্দ্রর চালকরা। এ সময় প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে কয়েক শত যানবাহন আটকা পড়ে। বরিশাল-পয়সারহাট পথও অবরোধ করে বাসসহ অন্যান্য যান চলাচল বন্ধ করে দেয় সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এ ছাড়া গৌরনদী, বাবুগঞ্জেও বিক্ষোভ করেছে অটোরিকশা ও আলফা মাহিন্দ্রর শ্রমিকরা।
এ পরিস্থিতিতে আজ দুপুর ১টায় অভ্যন্তরীণ সব রুটে বাস ধর্মঘটের ডাক দেয় জেলা বাসমালিক সমিতি। ঘোষণা অনুযায়ী অভ্যন্তরীণ ১৫টি পথে বাস চলাচল বন্ধ করে দেন বাসমালিকরা।
রাতে জেলা বাসমালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, পরিস্থিতি এখনো অনুকূলে না আসায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছে। এ ধর্মঘটে বরিশাল থেকে ঢাকা এবং উত্তরবঙ্গমুখী জেলাগুলোতে নৈশবাসসহ কোনো বাসই চলবে না।