খুলনায় র্যাব পরিচয়ে ঘের ব্যবসায়ীকে অপহরণের খবর

সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পরিচয় দিয়ে এক ঘের ব্যবসায়ীকে অপহরণের খবর পাওয়া গেছে। তাঁর নাম জ্যোতিষ মাহাতো (৪৫)। এ ঘটনায় দুর্বৃত্তরা তাঁর ভাই ধীরেশ মাহাতোকে (৪০) গুলি করে আহত করে।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে কয়রা উপজেলার হরিহরপুর গ্রামের মৎস্যঘের ব্যবসায়ী জ্যোতিষ মাহাতোর বাড়িতে সাত-আটজনের দুর্বৃত্তরা প্রবেশ করে। মুহূর্তের মধ্যে তারা অস্ত্রের মুখে ঘর থেকে জ্যোতিষকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে তারা জ্যোতিষের ভাই ধীরেশ মাহাতোকে গুলি করে। গুলি তার কোমরে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকারে এলাকাবাসী এসে তাঁকে উদ্ধার করে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবাবের পক্ষে দাবি করা হয়েছে, একটি মৎস্যঘেরকে কেন্দ্র করে জ্যোতিষকে অপহরণ করা হতে পারে।
এ ব্যাপারে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খবর পেয়ে সকালে তাঁর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত ঘের ব্যবসায়ী জ্যোতিষ মাহাতোকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পুলিশের একটি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
গুলিবিদ্ধ ধীরেশ মাহাতো বলেন, র্যাব পরিচয় দিয়ে সাত-আটজন লোক বাড়িতে প্রবেশ করে। তারা ভাই জ্যোতিষকে মারধর করে। তাকে নিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে তাঁকেও গুলি করে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে র্যাব-৬-এর পরিচালক খন্দকার রফিকুল ইসলাম বলেন, কয়রায় র্যাবের কোনো দল নেই। গত তিনদিন কোনো অভিযানেও যাওয়া হয়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নুরুল ইসলাম বলেন, কালো পোশাক পরে একদল লোক এসে জ্যোতিষকে তুলে নিয়ে যায়।