বিএনপি কী চায় নিজেরাই জানে না : কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কখনো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে আবার কখনো সহায়ক সরকারের কথা বলে। আসলে বিএনপি কী চায় তা তারা নিজেরাই জানে না।
আজ শুক্রবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা খালেদা জিয়ার (বিএনপির চেয়ারপারসন) ক্ষমার নমুনা। যারা গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল, তাদের মুখে ক্ষমার কথা হাস্যকর।
ওবায়দুল কাদের বলেন, দেশকে ও গণতন্ত্রকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে হবে। একানব্বইয়ের মতো জয় এসেছে ভেবে আগে-ভাগেই আওয়ামী লীগ কর্মীদের ভোটকেন্দ্র না ছাড়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী নির্বাচনে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
পথসভা শেষে মন্ত্রী জামালপুর-মাদারগঞ্জ সড়কের তিনটি সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে ওবায়দুল কাদের প্রতিমন্ত্রী মির্জা আজমের মা মরহুম নূরুন নাহার বেগমের দোয়া ও চেহলাম অনুষ্ঠানে অংশ নেন।