খুলনা শিপইয়ার্ড স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণ জয়ন্তী

৫০ বছরে পদার্পণ করল খুলনার ঐতিহ্যবাহী শিপইয়ার্ড স্কুল অ্যান্ড কলেজ।
এ উপলক্ষে ‘গৌরবে ৫০ বছর’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর দুই দিনব্যাপী এই অনুষ্ঠান উদযাপিত হবে।
আজ রোববার অনুষ্ঠান উদযাপন কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
সুবর্ণ জয়ন্তীর এই অনুষ্ঠানে যোগ দিতে আগামী ০১ ডিসেম্বরের মধ্যে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিবন্ধন করতে আহ্বান জানানো হয়েছে। এজন্য বর্তমান শিক্ষার্থীদের দিতে হবে ৩০০ টাকা, প্রাক্তন শিক্ষার্থীদের ৫০০ টাকা এবং প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের জন্য দিতে হবে ৪০০ টাকা নিবন্ধন ফি। নিবন্ধনের সময় দুই কপি ছবিও দিতে হবে।
স্মরণিকার জন্য বিজ্ঞাপন ও লেখা জমা দেওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর।
অনুষ্ঠানের আহ্বায়ক রফিকুল আলম, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম ও অর্থ সচিব আলহাজ জাহিদুর রহমান।
নিবন্ধনের জন্য মো. জাকির হোসেন ০১৭১১৩০৮১৭৭, সিরাজুল ইসলাম ০১৭১১০৩১৮১৭, কামাল হোসেন ০১৭১১৩৪৮৫৫৫ এই নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে।
এছাড়া অনলাইনে নিবন্ধনের জন্য syscbn50years@ gmali.com এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘গৌরবের ৫০ বছর, সুবর্ণ জয়ন্তী উদযাপন’ এই পেইজ থেকেও উৎসব আয়োজনের নানা তথ্য পাওয়া যাবে।
১৯৬৭ খুলনার রূপসা শিল্পাঞ্চললের খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিচালিত শিপইয়ার্ড মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে যার নাম হয় শিপইয়ার্ড স্কুল অ্যান্ড কলেজ।