ঢাকা সিটি নির্বাচনের তাগিদ প্রধানমন্ত্রীর

দ্রুত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে এক অনির্ধারিত আলোচনায় তিনি এ তাগিদ দেন। বৈঠক থেকে বেরিয়ে মন্ত্রিসভার একাধিক সদস্য এ কথা জানিয়েছেন।
কয়েকজন মন্ত্রী জানান, বৈঠকে অনির্ধারিত আলোচনায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের বিষয়টি উঠে আসে। এ সময় প্রধানমন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এতদিন ধরে ইলেকশনটা ফেলে রেখেছেন কেন?’ তিনি এই নির্বাচন দ্রুত আয়োজনের তাগিদ দেন। এ সময় নির্বাচনের প্রার্থী নিয়েও আলোচনা হয়।
২০১১ সালের ২৯ নভেম্বর স্থানীয় সরকার (সিটি করপোরেশন)(সংশোধনী বিল), ২০১১ পাসের মাধ্যমে বিলুপ্ত করা হয় ঢাকা সিটি করপোরেশন। এরপর ৩৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ৫৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠন করা হয়। এরপর নির্বাচন না হওয়া পর্যন্ত দুই অংশের জন্য দুই প্রশাসন নিয়োগ দেয় সরকার, যাঁদের মেয়াদ ১৮০ দিন। ফলে দীর্ঘ সময় নির্বাচন না হওয়ায় দফায় দফায় বদল হয়েছেন প্রশাসকরা।
গত ৫ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছিলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রস্তুত আছেন তাঁরা। সীমানা-সংক্রান্ত জটিলতা শেষ হলেই ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন হবে।