৯ দিনেও শেষ হয়নি সিজারের ‘ঘণ্টাখানেক’

গত ৭ নভেম্বর বিকেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজার তাঁর বাবা মোতাহের হোসেনকে বলেছিলেন ঘণ্টাখানেকের মধ্যে বাসায় ফিরবেন।
সেই ঘণ্টাখানেক পেরিয়ে ৯ দিন শেষ হয়েছে। কিন্তু এখনো বাড়ি ফেরেননি সিজার। তাই স্বজনদের অপেক্ষা এখনো শেষ হয়নি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিজারের ছোট বোন তামান্না তাসমিন এনটিভি অনলাইনকে বলেন, ‘ঘণ্টাখানেক নয় দিনেও শেষ হলো না সিজারের। না জানি আরো কত দিন কত রাত অপেক্ষা করতে হবে আমাদের। ভাইয়ের শোকে আমার বাবা এখন প্রায় শয্যাশায়ী। ঠিকমতো খাওয়া-দাওয়া করেন না, সারা দিন চুপ করে বসে থাকেন আর চোখের পানি ফেলেন।’
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সিজারকে খোঁজা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন জানিয়ে তামান্না বলেন, ‘আমরা সেই আশ্বাস নিয়েই আশায় বুক বেঁধে বসে আছি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও আমার বাবার সাথে নিয়মিত যোগাযোগ করা হয়। তারা নিয়মিত খোঁজখবর নিচ্ছে। আর কিছু দিন আগে সিজারের ব্যবহার করা ফেসবুক আইডিটি অ্যাকটিভ পাওয়া গিয়েছিল। তবে সেখান থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি। আর এই নয়দিনে আমাদের কাছে কোনো প্রকার মুক্তিপণের জন্য ফোন বা চিঠি কিছুই আসেনি।’
৭ নভেম্বর সকাল ৭টার দিকে বাসা থেকে বের হয়ে যান সিজার। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস নেন তিনি। বাবার সঙ্গে সবশেষ ফোনালাপে সেদিন বিকেলে সিজার জানিয়েছিলেন ঘণ্টাখানেকের মধ্যে বাসায় ফিরবেন তিনি। এরপর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। পরে এ বিষয়ে রাতেই থানায় একটি জিডি করেন সিজারের বাবা মোতাহের হোসেন।