খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনার দৌলতপুরে মঙ্গলবার ভোরে এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ছবি : এনটিভি
খুলনার দৌলতপুরের পাবলায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে কেশব দাস (২৬) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে বাড়ির পাশে তিন রাস্তার মোড়ে যান যুবক কেশব দাস। এ সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের ভাষ্য, কেশব দাস মাদক ব্যবসায়ী ছিলেন।
ওসি জানান, কে বা কারা তাঁকে হত্যা করেছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেশব দাসের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।