আশুগঞ্জে রেললাইনে ত্রুটি, এক ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেললাইনে ত্রুটির কারণে আজ সোমবার ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ ছিল। পরে শ্রমিকরা লাইন সোজা করলে পরে সন্ধ্যা সোয়া ৬টায় পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেললাইনে ত্রুটির কারণে আজ সোমবার ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ ছিল। পরে সন্ধ্যা সোয়া ৬টায় পরীক্ষামূলকভাবে রেল যোগাযোগ চালু করে স্টেশন কর্তৃপক্ষ। এ সময় ব্রাহ্মণবাড়িয়ায় আন্তনগর ট্রেন বিজয় এক্সপ্রেস, ভৈরব স্টেশনে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলীসহ বিভিন্ন ট্রেন আটকা পড়ে।
ব্রাহ্মণবাড়িয়ার রেলপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ বলেন, ত্রুটিপূর্ণ রেললাইন মেরামতের কাজ চলছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে রাত ৮টা পর্যন্ত সময় লাগবে।
আশুগঞ্জ রেলস্টেশনের মাস্টার রফিকুল ইসলাম জানান, আজ সোমবার বিকেল সোয়া ৫টায় হঠাৎ স্টেশন এলাকার প্রায় ২০০ গজ রেললাইন বাঁকা হয়ে যায়। এ সময় রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ থাকে। তবে ত্রুটিপূর্ণ লাইনে ঝুঁকি নিয়ে রেল চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।