শিবগঞ্জে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় বদিউর রহমান (৫০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার কানসাট কলাবাড়ীতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বদিউর রহমান শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের দুখুল উদ্দীনের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দরগামী একটি ট্রাক কানসাটের কলাবাড়ীতে বিপরীত দিক থেকে আসা সাইকেলকে চাপা দেয়। এতে আরোহী বদিউর রহমান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।